শিক্ষাই শান্তি, শিক্ষাই মুক্তি, সুশিক্ষিত নারী ব্যতীত সুশিক্ষিত জাতি গঠন অসম্ভব। তাই মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়টি ১৯৭০ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা লাভ করে পল্লী অঞ্চলে নারী শিক্ষা প্রসারে নিয়োজিত রয়েছে। বিদ্যালয়টি মিরসরাই উপজেলার পৌরসভার প্রাণকেন্দ্রে অবস্থিত। বর্তমানে ৭শতাধিক শিক্ষার্থী অত্র বিদ্যালয়ে অধ্যয়নরত। সুদক্ষ শিক্ষকমণ্ডলীর আন্তরিক প্রচেষ্টায় শ্রেণী পাঠদান করা হয় এবং বিদ্যালয়ের শিক্ষার মান দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মাল্টিমিডিয়ার মাধ্যমে শ্রেণী পাঠদান করা হয়। শেখ রাসেল ডিজিটাল ল্যাব ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদেরকে কম্পিউটার শিক্ষায় দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার প্রয়াস চলমান রয়েছে। শিক্ষার্থীদের মেধার বিকাশ বৃদ্ধির লক্ষ্যে ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের নামে ওয়েবসাইট চালু করা হয় এবং স্মার্ট বিদ্যালয় গঠনের লক্ষ্যে অনলাইন ভিত্তিক সকল কার্যক্রম পরিচালিত হয়। মিরসরাই উপজেলায় নারী শিক্ষায় অত্র বিদ্যালয়টি সেরা বিদ্যাপীঠ নামে রূপান্তরিত হবে এই প্রত্যাশাই রইল। শিক্ষক শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার সুশীল সমাজ সকলের প্রতি থাকল আমার আন্তরিক শুভেচ্ছা।
মোহাং আজিম উদ্দিন ভূঞাঁ
প্রধান শিক্ষক
মীরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়
Total Visitors:
Current Users: