মিরসরাই উপজেলার পৌরসভার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়টি অত্র এলাকার নারী শিক্ষার প্রয়াসে ১৯৭০ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এই বিদ্যালয়ে প্রায় ৭ শতাধিক শিক্ষার্থী ও ১৪জন শিক্ষক এবং ৫জন কর্মচারীর পদাচরনায় মুখর মিরসরাই পৌরসভার একটি অন্যতম বিদ্যাপীঠ। শিক্ষক ও অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার বিদ্যুৎসাহী ব্যক্তিবর্গের সহযোগিতায় বিদ্যালয়কে উন্নতির উচ্চ শিখরে পৌঁছে দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। স্মার্ট বিদ্যালয় গড়ে তোলার লক্ষ্যে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আশা করছি সকলের সহযোগীতায় অচিরেই বিদ্যালয়টিকে শ্রেষ্ঠ বিদ্যাপীঠে পরিণত করতে পারবো। পরিশেষে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্যবৃন্দসহ সকলের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন।
আলহাজ্ব সেলিম উদ্দিন
সভাপতি
বিদ্যালয় পরিচালনা পর্ষদ